সিয়াম, বেরোবি প্রতিনিধি:
'মেধা না কোটা মেধা মেধা' বঙ্গবন্ধুর বাংলায় কোটার স্থান নাই এমন নানান স্লোগানের মধ্য দিয়ে ২০১৮ সালের পরিপত্র বহাল,সাপেক্ষে কমিশন গঠন করে কোটা সংস্কারের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা- রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আজ শনিবার (৬ জুলাই) সকাল ১১ টায় কেন্দ্রীয় লাইব্রেরী থেকে একটি মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট প্রদক্ষিণ করে রংপুরের মর্ডান মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিবিন্ন বিভাগের হাজারো শিক্ষার্থীর কোটা বিরোধী স্লোগানে মুখরিত হয় মর্ডান মোড় প্রাঙ্গন।
সমাবেশ ও বিক্ষোভে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা হাতে পোস্টার আর মুখে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুশিয়ারি দেন।
আন্দোলনে অচল হয়ে পড়ে ঢাকা রংপুর মহাসড়ক এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ জনগণকে ও সমর্থন দিতে দেখা যায়।
শাহরিয়ার নামে এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশপর জনগন বৈষম্য শিকার হচ্ছে আর এই বৈষম্যের প্রধান কারণ হচ্ছে এই কোটা আর তাই আমরা এই কোটার বিরোধিতা করে রাজপথে নেমেছি এবং আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা আমাদের দাবী আদায় করেই ছাড়বো।
আন্দোলনরত অন্য আরেক শিক্ষার্থী বলেন, প্রধান বিচারপতির মন্তব্য হাস্যকর ছাড়া কিছুই না দাবী আদায়ের একমাত্র পথ হচ্ছে রাজপথ আর আমরা দাবী আদায়ের জন্য এই রাজপথে নেমেছি রায় দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না আমরা আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।
এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থী বলেন শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
এমআই