নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আরও এক বছর দায়িত্ব পালন করবেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাকে আগামী এক বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। পুনরায় এক বছরের জন্য নিয়োগ পাওয়ায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অভিনন্দন জানিয়েছেন জিও-পলিটিক্যাল অর্থনীতিবীদ ও এনবিইআর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
শনিবার (জুলাই) তিনি আইজিপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুজপ্রতিম ভাই মামুন বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজিপি, পুনরায় আইজিপি নিযুক্ত হওয়ায় গর্ববোধ করি এবং তাকে অভিনন্দন অভিবাদন জানাই।
এমআই