মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

কমলনগরে আ লীগের সভাপতিকে পেটালেন সম্পাদক

শনিবার, জুলাই ৬, ২০২৪
কমলনগরে আ লীগের সভাপতিকে পেটালেন সম্পাদক

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মাতাব্বরকে পিটিয়ে আহত করেছে চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন ও তার লোকজন । এ ঘটনায় শুক্রবার  বিকেলে মো. রিপনসহ ১৩জনকে অভিযুক্ত করে কমলনগর থানায় মামলা করা হয়েছে। 

এর আগে দুপুরে  আহত আওয়ামী লীগ নেতা আবু বকর ছিদ্দিক লক্ষ্মীপুরের একটি প্রাইভেট  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকার  প্রায় এক বছর আগ থেকে ওই এলাকার আমজাদ হোসেন ও তার ছেলে পারভেজসহ ১০-১৩জন লোকজন সংঘবদ্ধ  হয়ে আবু বকর ছিদ্দিকের মালকানাধীন ১একর ৩০ জমি দখলের চেষ্টা করে। এ ঘটনায় আবু বকর ছিদ্দিক ২০২৩ সালে আদালতের একটি অভিযোগ দেন। আদালত স্থানীয় ভূমি অফিসকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওই বিরোধকৃত জমির প্রকৃত মালিক আবু বকর ছিদ্দিকের পক্ষে প্রতিবেদন দেন। সে আলোকে আদালত চলতি বছরের ১৩ জুন আসামী পক্ষকে জমিতে অনধিকার প্রবেশের নিষেধাজ্ঞা দেন। শুক্রবার আওয়ামী লীগ নেতা আবু বকর ছিদ্দিক জমি চাষ  দিতে ট্র্যাক্টর নামালে হঠাৎ পারভেজ, রিপন, সাহাবুদ্দিন, আমজাদসহ ১২-১৫জন একত্রিত হয়ে ছিদ্দিক মাতাব্বর উপর অতর্কিত  হামলা করে। পরে স্থানীয়রা ছিদ্দিক মাতাব্বর উদ্ধার করে প্রথমে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতিতে তাকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট  হাসপাতালে ভর্তি  করা হয়।

এদিকে চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন বলেন, চরজগবন্ধু  মাতাব্বরহাট এলাকায় আমার চাচা আমজাদ হোসেনের কিছু জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। এ সুযোগে ছিদ্দিক মাতাব্বর অন্য এক লোকের নামে নথিভুক্ত করে। আমাদের সম্পত্তি পুনরুদ্ধারে আমাদের আদালতে মামলা চলমান।

 আমার চাচার জমি নিয়ে ছিদ্দিক মাতাব্বর কোন বাড়া বাড়ি করবে না মর্মে  প্রায়ই সময় আমার চাচা থেকে টাকা পয়সা নিচ্ছে। শুক্রবার সকালে হঠাৎ জমিতে ট্র্যাক্টর নামালে বাড়ির মহিলা তাকে ধাওয়া দেয়। পরে সে দৌড়ে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। আমি এ ঘটনার সাথে জড়িত নয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তওহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা আবু বকর ছিদ্দিক মাতাব্বরকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল