সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে আজ রবিবার (৭ জুলাই) চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১১টায় প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় দুই ঘন্টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। এর আগে কর্মসূচিতে অংশ নিতে বেলা ১১টা থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বিক্ষোভ স্থলে এসে মিলিত হয়।
এসময় আন্দোলনকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। যান চলাচল বন্ধ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশকে মহাসড়কেই ফুটবল খেলতে দেখা যায়। অন্যদিকে বাকি শিক্ষার্থীদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কোটা পদ্ধতি বাতিল করেছিল। সম্প্রতি হাইকোর্ট সেটি পুনর্বহাল করেছেন। আমরা হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান করছি।
শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে বৈষম্য থেকে জাতিকে মুক্ত করার জন্য। কিন্তু বর্তমানে কোটা প্রথা বহাল রাখায় সেই বৈষম্যই রয়েই গেছে। তাই আজ একযোগে সারা দেশের শিক্ষার্থীদের বাংলা ব্লকেডের অংশ হিসেবে আমরা আন্দোলনে নেমেছি।
তারা আরও বলেন, কোটাপ্রথা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। কোটাপ্রথার মাধ্যমে আমাদের অধিকারের উপর লাথি মারা হচ্ছে। এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু বিদ্যমান থাকা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সন্তোষজনক সমাধান না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এমআই