দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি :
সরলতার সুযোগ নিয়ে, প্রলোভনের ফাঁদে ফেলে পাহাড়ী নারীদের বিদেশে পাচার রোধে এবং সকল পাচারকারীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে সচেতন জুম্ম সমাজ এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা, "পাচারের অভিযোগে আটককৃতদের সহজে জামিন না দেয়া, অন্য পাচারকারীদের চিহ্নিত পূর্বক গ্রেফতার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।"
এসময় অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক তৃনা চাকমা, অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, এডভোকেট সুপাল চাকমা, অনিমেষ চাকমা, জগৎ শান্তি চাকমা, সোনায়ন চাকমা বক্তব্য রাখেন।
এমআই