ইবি প্রতিনিধি:
২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনেও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে সেখানে সাংস্কৃতিক আসরের আয়োজন করেছেন তারা।
এর আগে কর্মসূচিতে অংশ নিতে বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসে জিয়া মোড় হয়ে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহের সামনের রাস্তাগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ স্থলে গিয়ে মিলিত হয়। এসময় আন্দোলনকারীরা সড়কের দুইপাশে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হয়। প্রায় আড়াই ঘন্টা সড়ক অবরোধ রাখার পর সেখান থেকে সরে আসেন শিক্ষার্থীরা।
অবরোধকালীন সাংস্কৃতিক আসরে মেতে উঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রতিবাদী গান, স্ব-রচিত কবিতা ও কোটা বিরোধী নাটিকা পরিবেশন করতে দেখা যায়। পাশাপাশি কিছু শিক্ষার্থীকে সড়কে ক্রিকেট ও ফুটবল খেলতে দেখা যায়। এছাড়া শিক্ষার্থীদের দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য ও স্লোগানে বিক্ষোভস্থল মুখর হয়ে ওঠে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা ব্যবস্থার ন্যায্য সমাধানের জন্য আন্দোলনে নেমেছি। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দীপ্ত রাখতে এই সাংস্কৃতিক আসরের আয়োজন।
তারা আরও বলেন, এর আগে আমরা চার দফা দাবি পেশ করেছিলাম। কিন্তু এখন আমরা এক দফা এক দাবিতে আন্দোলন করছি। সকল গ্রেডে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবি মেনে নিতে হবে। সন্তোষজনক সমাধান না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এমআই