বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে অসাধুপায় অবলম্বনের দায়ে এইচএসসির ৬ পরীক্ষার্থী বহিষ্কার

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪
ফরিদপুরে অসাধুপায় অবলম্বনের দায়ে  এইচএসসির ৬ পরীক্ষার্থী বহিষ্কার

এহসান রানা,  ফরিদপুর  প্রতিনিধি: 

ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি কেন্দ্র থেকে অসাধুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ৯ জুলাই)  দুপুরে পরীক্ষা চলাকালীন সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির ও মাসুম বিল্লাহ ওই কেন্দ্রে অভিযান চালায়। এসময় অভিযুক্ত ৬ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিস্কিত পরিক্ষার্থীরা মাধবপুর টেকনিক্যাল কলেজ ও সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালাই, এ সময় পরিক্ষার্থীদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয় ও অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল