নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে 'বাংলা ব্লকেড' আন্দোলনে অংশ হিসেবে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছে সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১০ মে) দুপুর ১২টা থেকে রাজধানীর মহাখালীর আমতলীতে অবস্থান নেয় সরকারী তিতুমীর কলেজসহ স্থানীয় বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
অবরোধের কারণে মহাখালী আমতলী মোড়ের চারেদিকের সব ক'য়টি সড়ক বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা প্রতিবাদি নানা স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেয়। স্লোগান তারা বলতে থাকেন একে তো কোটার বাঁশ, তার ওপর প্রশ্নফাঁস।
তবে বুধবার (১০ জুলাই) দুপুরে সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখার আপিল বিভাগের আদেশের পর দুপুর আড়াইটার দিকে মহাখালীর আমতলী থেকে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এমআই