আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার মধ্য মালভূমি রাজ্যের একটি স্কুলে ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২২ শিশুর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি শিশু।
শুক্রবার (১২ জুলাই) সকালে রাজ্যের রাজধানী জোসের সেন্ট একাডেমিতে এমন ঘটনা ঘটে। ওইসময় শিশুরা ক্লাস রুমেই ছিল। ধ্বংসস্তূপের নিচে অনেক শিশু আটকে রয়েছেন বলেও দেশটির স্থানীয় কর্মকর্তারা জানান।
শনিবার (১৩ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধাকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন।
স্বেচ্ছাসেবকরা খননকারীযন্ত্র, হাতুড়ি ব্যবহার করে কংক্রিটের স্তূপ ভেঙ্গে এবং পেঁচানো লোহার রড দিয়ে আটকে থাকা শিশুদের কাছে পৌঁছাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে রাজ্য সরকার এই ঘটনায় স্কুলের ‘দুর্বল কাঠামো এবং নদীর পাশে অবস্থিত’ হওয়ার বিষয়টিকে দোষারোপ করেছে। যেসব স্কুলের কাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছে তারা।
সময় জার্নাল/এলআর