নিজস্ব প্রতিবেদন:
কোটা সংস্কার আন্দোলনকারীরা এবার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। সেইসঙ্গে আগামীকাল সকাল এগারোটায় গণপদযাত্রা করবেন তারা।
শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, দেশের প্রতিটি জেলার আন্দোলনকারীরা নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। সেইসঙ্গে জেলায় জেলায় গণপদযাত্রাও পালিত হবে।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান, সংসদে জরুরি অধিবেশন ডেকে সকল গ্রেডে বৈষম্য দূর করে কোটা সংস্কার করলেই আমরা ক্লাসে ফিরে যেতে পারি। আমাদেরকে আর রাস্তায় থাকার প্রয়োজন হয় না।
এর আগে এক সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগ। এ সময় দলটির সভাপতি দেশের সকল ছাত্রদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এমআই