আলী আজীম, মোংলা (বাগেরহাট):
মোংলায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দিয়েছে মোংলা থানা পুলিশ।
রোববার (১৪ জুলাই) সকাল ১১টায় মোংলা থানা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম উদ্ধার করা ৩টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন।
এসময় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইলের মালিকেরা উপস্থিত ছিলেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, মোংলায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে যায়।
এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে পুলিশের এই তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়াও মোংলা থানায় সাধারণ ডায়েরির প্রেক্ষিতে এক নারীকে উদ্ধার করে মোংলা থানা পুলিশ।
হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দেওয়ায় মোংলা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মোবাইল মালিকরা।
সময় জার্নাল/এলআর