মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রোববার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, খিল্লাপাড়া গ্রামের শাহআলমের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্টিকের মাধ্যমে আগুনে সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে এনে অন্যান্য ঘরগুলোকে রক্ষা করে। আগুনে শাহআলমের ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ক্ষতিগ্রস্ত শাহ আলম বলেন, ‘বৈদ্যুতিক মিটারের পাশ থেকে আগুনের সূত্রপাত দেখে আমার মা মনজুমা বেগম চিৎকার শুরু করেন। আমরা সবকিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখায় ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমরা একটি জিনিসও বের করতে পারিনি। এতে নগদ ২ লক্ষ টাকা পুড়ে যাওয়াসহ আনুমানিক ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে’।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘শুভপুর ইউনিয়নের খিল্লাপাড়ায় আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এনে অন্যান্য ঘরগুলোকে রক্ষা করা সম্ভব হয়েছে’।
সময় জার্নাল/এলআর