এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জের বর্ষিবাওয়া গ্রামের প্রভাশালীদের রোষানলে দৃষ্টি প্রতিবন্ধী সাহেব হাওলাদারের পরিবার। প্রভাশালীদের বিপক্ষে মামলা করায় একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ওই পরিবার।
ভূক্তভোগী প্রতিবন্ধীর পরিবার জানান, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের প্রভাবশালী মন্টু হাওলাদার ওরফে সিদ্দিকের সাথে ৬৬শতক জমি নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী সাহেব হাওলাদারের পিতা আব্দুল কুদ্দুস হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে প্রতিবন্ধী পরিবারকে বিভিন্নভাবে হয়রানি, বিলীন জমি বেদখল করে মন্টু হাওলাদার।
এ ঘটনায় সাহেব আলী ও তার বোন সালমা বেগম বাদি হয়ে পৃথক দুটি মোড়েলগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন। যার নং-১৪৫৭ ও ২৯১।
অভিযোগটি বর্তমানে বাগেরহাট বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। আসামিরা গ্রেফতারের পর জামিনে এসে সাহেবের পরিবারকে পুনরায় হুমকি ও বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে।
দৃষ্টি প্রতিবন্ধী সাহেব হাওলাদার বলেন, জন্ম থেকেই দু’ ভাই চোঁখে দেখিনা। পরিবারের বৃদ্ধ পিতা একমাত্র আয়ের উৎস। তার পরেও প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি, সামান্যটুকু জমি কেড়ে নেওয়ার জন্য আমাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। এদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে পারেনা। স্থানীয়ভাবে বিচার দিয়েও সমাধান হয়নি। তিনি উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
সময় জার্নাল/এমআই