আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার এক প্রচেষ্টার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার পথ নেয়া 'কখনই উচিত হবে না।'
প্রেসিডেন্ট বাইডেন ভাষণের শুরুতে বলেন, 'মনে রাখবেন, আমরা একে ওপরের সাথে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আমরা একে ওপরের শত্রু না। আমরা প্রতিবেশী, বন্ধু, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সবাই আমেরিকান।'
টেলিভিশনে প্রাইম টাইম ভাষণে বাইডেন বলেন, রাজনীতিতে আবেগ অনেক প্রবল হতে পারে, কিন্তু 'আমাদের কখনোই সহিংসতার গহ্বরে পড়া উচিত হবে না।'
তিনি বলেন, শনিবার পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার ঘটনা সবাইকে আহ্বান জানায় একটু থামতে, এক পা পেছনে আসতে।
বাইডেনের কথার প্রতিধ্বনি করে ট্রাম্প জাতিকে 'অশুভ শক্তির' বিরুদ্ধে 'শক্তভাবে দাঁড়ানোর”' আহ্বান জানান। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে এক বার্তায় বলেন, 'আমরা ভয় পাবো না, বরং আমাদের বিশ্বাসের প্রতি অবিচল থাকবো এবং অশুভ চক্রের বিরুদ্ধে প্রতিবাদী থাকবো।'
বাইডেন দিনের আগে আরেকটি ভাষণে আমেরিকানদের অনুরোধ জানান, তারা যেন হত্যা প্রচেষ্টা সম্পর্কে হুট করে উপসংহার না টানেন, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে।
'আমেরিকায় এ ধরনের সহিংসতার কোন স্থান নেই- কোনো ধরনের সহিংসতারই স্থান নেই,' বাইডেন বলেন। 'জাতি হিসেবে আমরা যা বিশ্বাস করি, একটি হত্যা প্রচেষ্টা তার সব কিছুর পরিপন্থি। জাতি হিসেবে আমরা সেটা না, এই কাজ আমেরিকান না, এবং আমরা এটা হতে দিতে পারি না।'
তিনি বলেন, ট্রাম্প 'ভালো আছেন এবং সুস্থ হচ্ছেন' এবং তিনি সিক্রেট সার্ভিসকে 'সকল সক্ষমতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা দিয়ে ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করার' জন্য নির্দেশ দিয়েছেন।
সময় জার্নাল/এলআর