স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) ২ শতাংশ নিয়ে পড়ে আছেন। আর ৯৮ শতাংশকে বানিয়ে দিলেন রাজাকার। একটা দেশের ৯৮ শতাংশ শিক্ষার্থী রাজাকার হতে পারে না। আপনার বক্তব্য কল্পনাপ্রসূত। অতিদ্রুত বক্তব্য প্রত্যাহার করুন।’
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি। হাসনাত ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘পদ যেদিন চলে যাবে তখন কেউ ভাইকে চিনবে না। আপনাদের আহ্বান জানাই আপনারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। সাধারণ শিক্ষার্থীদের ওপর যদি একবার হাত তোলা হয় সেই হাত ভেঙে দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের বন্ধুদের কাছে জানতে চাই আপনাদের লেখাপড়া আর কতদিন? এদের পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আপনার পায়ের জুতা নেতাদের পেছনে ক্ষয় না করে পড়াশোনায় মনোনিবেশ করুন। সময় গেলে আর করার কিছুই থাকবে না।
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভাতের জন্য, চাকরির জন্য পড়াশোনা করি। আমরা আন্দোলন করছি চাকরির জন্য।’
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ দুপুরে বিক্ষোভের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে এদিন বিকেল ৩ টায় অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ।
এর আগে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ শুরু হয়। পরে মধ্যরাতে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে জড়ো হয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী নানা স্লোগান দেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে প্রায় দুই ঘণ্টা ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় আজ দুপুরে আবার বিক্ষোভ ডাকেন তারা।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ করেন।
এমআই