সুনামগঞ্জ প্রতিনিধি : জামালগঞ্জে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার দুপুরে সাচনাবাজার ইউনিয়নের রামনগর, হরিপুর ও নুরপুর গ্রামের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি বলেন, রামনগর ও হরিপুর গ্রামের ভাঙন প্রতিরোধে ডিপিপিভুক্ত করা হবে। অচিরেই কার্যকর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, নুরপুর গ্রামের মসজিদ বিলীন হওয়ার বিষয়টি মন্ত্রী মহোদয়কে অবগত করেছি। পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার ভাঙন এলাকা পরিদর্শন করে প্রতিবেদন পাঠালেই সরকার ব্যবস্থা নেবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ বিভাগীয় প্রকৌশলী প্রিথম পাল, সাবেক ছাত্রলীগ সভাপতি ও আওয়ামীলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রকিব, জেলা শ্রমিকলীগ নেতা সায়েম পাঠান, আওয়ামীলীগ নেতা আঞ্জু মিয়া, জমির আলী, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মো. সেলিম আহমদ তালুকদার, যুবলীগ নেতা কয়ছর আহমেদ, শ্রমিকলীগ নেতা সাজিদুর রহমান, ইউপি সদস্য এনামুল হক পাঠান প্রমুখ।
সময় জার্নাল/এসএ