শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
হলের কর্মচারীকে ছাত্রীদের রুমে রুমে পাঠিয়ে হল ছাড়তে বলাচ্ছেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট। আজ (১৭ জুলাই) দুপুর ১২ টার দিকে রুমে রুমে গিয়ে হল ছাড়তে বলেন হলের কর্মচারী শিউলি বেগম।
প্রভোস্ট জিল্লুর রহমানের নির্দেশেই এমনটি করছেন জানিয়ে হলের কর্মচারী শিউলি বেগম বলেন, ‘প্রভোস্ট আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যেন আমি হলে রুমে রুমে মেয়েদের গিয়ে হল ছাড়ার জন্য বলি। সেজন্য জানিয়েছি।'
এই দায়িত্ব কার্মচারীর না স্বীকার করে প্রভোস্ট জিল্লুর রহমান বলেন, ‘আসলে এই দায়িত্ব কর্মচারীর না৷’
তবে কেন কর্মচারীকে রুমে রুমে পাঠালেন জানতে চাইলে তিনি বলেন, 'আসলে ইনফারমালি জানাতে বলা হয়েছে। আমার একার পক্ষে তো মেয়েদের পুরো হলে গিয়ে বলা সম্ভব না।’
হলের আবাসিক শিক্ষকরা কোথায় এমন প্রশ্নে তিনি বলেন, ‘উনারা আছেন। আমার সাথেই আছেন।’
আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ও বিশ্ববিদ্যালয়টির পাঁচতি হলের শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা এলেও তা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থী। এ সিদ্ধান্তের প্রতিবাদে তারা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছেন।
সময় জার্নাল/এলআর