মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে নিহত শিক্ষার্থীদের স্মরনে কফিন নিয়ে মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রতীকি কফিন রেখে বিশেষ মুনাজাত করে।
বুধবার (১৭ জুলাই-২০২৪) বেলা তিনটায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ কফিন মিছিল ও পরে দোয়া অনুষ্ঠান হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দিনাজপুর রংপুর মহাসড়কে কফিন নিয়ে ঘন্টাখানিক বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। মিছিলের সময় রাস্তার দু'পাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে পুলিশ মোতায়েন থাকলেও আন্দোলনকারী শিক্ষার্থীদের কোন বাধা প্রদান করেনি।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় এক কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক ডাউন করে দেওয়া হয়।
নিহত শিক্ষার্থীদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে নিহত ছাত্রদের নাম ধরে ধরে মোনাজাত করা হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হলের সাধারণ শিক্ষার্থী বাড়িতে ফিরে যাচ্ছেন। যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় সাধারণ শিক্ষার্থীদের বাড়ি ফিরতে তেমন কোন ভোগান্তির শিকার হতে হয়নি। যে যেমন পারছে সে তেমনভাবে প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিয়েই বাড়িতে ফিরে যাচ্ছেন।
এদিকে বুধবার দুপুর ১২ টার দিকে কয়েকশ সাধারণ শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে দিনাজপুর শহরে এক বিক্ষোভ মিছিল করে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় গিয়ে শেষ করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দিনাজপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের কয়েক দফায় ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় হাবিপ্রবি দ্বিতীয় ফটকের গ্লাস ভাঙচুর করা হয়।
সময় জার্নাল/এলআর