জেলা প্রতিনিধি:
সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের 'গুম, খুন ও মিথ্যা মামলায় জড়ানো'র প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ থেকে অন্তত পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুলাই) বিকেলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানা গেছে।
পুলিশের তৎপরতার জবাবে বিক্ষোভকারীরা পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মোহাম্মদ ইমন, বাকলিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির আজমাঈন করিম নিহাল, গাছবাড়িয়া ডিগ্রি কলেজের জুলহাজ হোসেন ও চট্টগ্রাম আইন কলেজের নজরুল ইসলাম।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, 'তাদের গ্রেপ্তার করা হয়নি। তারা কোনো সহিংসতার সঙ্গে জড়িত কি না তা দেখার জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে তাদের ছেড়ে দেওয়া হবে।'
কোটা সংস্কার আন্দোলনকারীরা গতকাল (২৮ জুলাই) 'শিক্ষার্থীদের জোরপূর্বক গুম ও হত্যা এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের' প্রতিবাদে আজ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।
বিক্ষোভকারীরা প্রথমে জামালখানে প্রেসক্লাবের কাছে সমাবেশ করার পরিকল্পনা করলেও পরে সমাবেশস্থল পরিবর্তন করেন। বেলা ৩টার দিকে তারা চেরাগী মোড়ে সড়ক অবরোধ করেন।
এমআই