পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাপাশা ইউনিয়নে এক সাবেক মেম্বরের পৌনে ২ বিঘা জমিতে সোম ও মঙ্গলবার ইরি চারা রোপন করেন। রাতের আধারে ওই চারা উপরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, হোগলাপাশা গ্রামের বাসিন্দা অনিল কৃষ্ণ হালদারের সাথে প্রতিপক্ষ আখতারুজ্জামান শেখ রাহাদ এর সাথে দীর্ঘদিন ধরে হোগলাপাশা মৌজায় এস.এ খতিয়ান নং-৭৪,৭৫ এসএ দাগ নং-১৪২৮, বিএস খতিয়ান নং-৮৮৬, বিএস দাগ নং-৩৯০৩, জমি নিয়ে বিরোধ চলে আসছে।
সকালে শ্রমীক মন্টু শেখ জমিতে গিয়ে দেখে রোপনকৃত জমির ধানের চারা উপরে ফেলেছে। তাৎক্ষনিক অনিল কৃষ্ণ হালদারকে অবহিত করে।
কৃষক অনিল কৃষ্ণ হালদার বলেন, কোটের ডিগ্রি অনুযায়ী ৫৭-৫৮ বছর যাবত আমার জমিতে ধান চাষ করে আসছি। মোকাম মোরেলগঞ্জ দেওয়ানী আদালতে মামলা নং-৪৭২/৮৩ মামলায় রায় ১৮/১২/১৯৮৪ তারিখ ইং অনুযায়ী ডিগ্রী প্রাপ্ত হইয়া এই জমির মালিক মনিন্দ্র নাথ হালদার।
ওয়ারিশ সূত্রে বর্তমান মালিক ৩ ছেলে যথাক্রমে অনিল কৃষ্ণ হালদার, সুনিল কৃষ্ণ হালদারও অরুন কৃষ্ণ হালদার। নিষেধাজ্ঞা মামলা নং-২২/৯২, যাহার স্থায়ী নিষেধাজ্ঞা বলবত আছে। একটি নোটিশও টানানো ছিলো তা ফেলে দিয়েছে।
তিনি আরও বলেন, আখতারুজ্জামান শেখ রাহাদের পিরোজপুরের বাসিন্দা ওখান থেকে কিছু ভাড়াটিয়া লোক নিয়ে এ কান্ড ঘটিয়েছেন। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার দাবি করছি।
এ বিষয়ে মহিষপুরা ফাঁড়ি ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ওই জমিতে হাইকোট থেকে রুল এন্ড স্টাটাস কোট ৬ মাসের স্থিতিশীল দিয়েছে।
সময় জার্নাল/এলআর