মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

দিনাজপুর চেম্বারের নির্বাচনে শামীম পরিষদ ১৫টি ও রফিকুল পরিষদ ৩ টি পদে বিজয়ী

রোববার, জুন ১৩, ২০২১
দিনাজপুর চেম্বারের নির্বাচনে শামীম পরিষদ ১৫টি ও রফিকুল পরিষদ ৩ টি পদে বিজয়ী

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রদিনিধিঃ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) সালের নির্বাচনে ১৮টি পদের মধ্যে রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম পরিষদ ১৫টি পদে ও রফিকুল ইসলাম পরিষদ ৩টি পদে বিজয় লাভ করেছে।

শনিবার (১২ জুন) দিনাজপুর শহরের কালিতলাস্থ সারদেশরী উচ্চ বালিকা বিদ্যালয়ে রাত ১২টায় ভোট গণনা শেষে বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন চেম্বারের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আশফাক আহম্মেদ।

শামীম পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন-রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম প্রাপ্ত ভোট ১৫৭৯, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু প্রাপ্ত ভোট ১৪৩৯, মোঃ জর্জিস আনাম প্রাপ্ত ভোট ১৩১৭, সোজা উর রব চৌধুরী প্রাপ্ত ভোট ১৪৬০, মোঃ মোছাদ্দেক হুসেন প্রাপ্ত ভোট ১৫০৪, মোঃ শামীম কবির প্রাপ্ত ভোট ১৩৯৮, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ প্রাপ্ত ভোট ১৪১৬, প্রতাপ কুমার সাহা পান প্রাপ্ত ভোট ১২৫৩, মোঃ আখতারুজ্জামান জুয়েল প্রাপ্ত ভোট ১৪০৫, সাহেদ রিয়াজ পিম ১৪০৭, রাহবার কবির পিয়াল ১২৪৬, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন প্রাপ্ত ভোট ১২৮৬, জহির শাহ্ প্রাপ্ত ভোট ১২৭৬, মোঃ জহির খান প্রাপ্ত ভোট ১১৭২ ও মোঃ সানোয়ার হোসেন প্রাপ্ত ভোট ১২৩৮।

অপরদিকে রফিকুল ইসলাম পরিষদের বিজয়ী ৩ জন প্রার্থী হলেন-সহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রাপ্ত ভোট ১২০১, মানবেন্দ্র দাস মনোজ প্রাপ্ত ভোট ১২২৮ ও মোঃ মোকাররম হোসেন প্রাপ্ত ভোট ১১৭০টি।

এর আগে সকাল সাড়ে ৮ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ হাজার ৬০২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৩৭৩ জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ১০৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়। শামীম পরিষদ প্যানেল ভোট পেয়েছে ৩৯৩টি ও রফিকুল ইসলাম পরিষদ প্যানেল ভোট পেয়েছে ৩২৯টি।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল