নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর সাইন্সল্যাবে গণমিছিল করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন এই এলাকা। পাশে সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
শুক্রবার (০২ আগস্ট) জুমার নামাজের পরই তারা দোয়া মোনাজাত করেই মিছিল শুরু করে। এসময় তারা শেখ হাসিনার পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন।
মিছিলটি বায়তুল মামুর জামে মসজিদের সামনের রাস্তা থেকে শুরু হয়। পরে টিচার্স ট্রেনিং কলেজের সামনে হয়ে সায়েন্স ল্যাব মোড়ে যায়। এসময় কিছুক্ষণ স্লোগান দেন তারা। এরপর মিছিল নিয়ে বাটা সিগনালের দিকে যায়।
পরে মিছিলটি বাটা সিগনাল হয়ে আবারো সায়েন্স ল্যাব মোড়ে আসে। এখনো তারা সেখানে মিছিল করছে।
এসময় আন্দোলনকারীরা পুলিশকে ভুয়া বলেও স্লোগান দেন। কিন্তু পুলিশ দাঁড়িয়ে নিরব ভূমিকা পালন করে।
এমআই