মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
সারাদেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যা, গণগ্রেপ্তার, গুম, খুন ও হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পুলিশি পাহারায় বৃষ্টি উপক্ষো করে সমাবেশ করেন তাঁরা।
শুক্রবার (০২ আগস্ট) বিকেলে দিকে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় বঙ্গবন্ধু চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনে বিচার বহির্ভূত যে সকল শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, এ হত্যাকান্ডের বিচার ও গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া কেন্দ্রীয় যে নয় দফা দাবি রয়েছে সেই দাবিও বাস্তবায়ন চান তারা। সেই সাথে চলমান এইচএসসি পরীক্ষা অংশ না নেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।
এ সময় আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা তাদেরকে নজরদারীতে রাখলেও দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ, কোটা সংস্কার আন্দোলন ঘিরে এ পর্যন্ত জামালপুরে ১১টি মামলা দায়ের করা হয়েছে। ওইসব মামলায় পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এসব মামলায় ২৯৫ জনের নাম এবং ২ হাজার ১১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সব মিলিয়ে ২ হাজার ৪১০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত চার শিক্ষার্থীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সময় জার্নাল/এলআর