হাবিপ্রবি প্রতিনিধিঃ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী, সাধারণ জনগণ, শিশু,সাংবাদিক, পুলিশ নিহতের ঘটনায় শোক প্রকাশ ও এ সকল সহিংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষক সমিতি।
শনিবার (৩ আগষ্ট) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাদেকুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানায় হাবিপ্রবি শিক্ষক সমিতি।
বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, বিগত ১৫ জুলাই ২০২৪ তারিখ হতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও নানা স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে যা কখনোই কাম্য নয় এবং উদ্বেগজনক। আন্দোলন কে কেন্দ্র করে দেশের মেধাবী শিক্ষার্থী, সাধারণ জনগণ, শিশু, পুলিশ নিহত হয়েছেন এবং অনেক শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। এ সকল ঘটনায় হাবিপ্রবি শিক্ষক সমিতি শোকাহত,মর্মাহত এবং এ সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
একইসাথে হাবিপ্রবি শিক্ষক সমিতি নিহত শিক্ষার্থীদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ প্রদান এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসার ব্যায়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করার আবেদন জানায়।
শিক্ষার্থীদের প্রতি শিক্ষক সমিতি আস্থাশীল হয়ে জানায় তারা কোন প্রকার সহিংস কাজে লিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দেশে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীকে হতাহত ও লাঞ্ছিত এর মত নিন্দনীয় কাজ করতে পারে না। তারা বিশ্ববিদ্যালয় সহ দেশের কোন প্রকার স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এরমত জঘণ্য ঘটনা ঘটাতে পারে না। শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক দাবি আপিল বিভাগের রায়ে বাংলাদেশ সরকার মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করায় হাবিপ্রবি শিক্ষক সমিতি সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাচ্ছে।
এমআই