আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেখ রাদওয়ান পাড়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য আরেকটি একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই শিশু।
রোববার (৪ আগস্ট) ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। স্কুলটিতে বাস্তুচ্যুত হওয়া বহু মানুষ আশ্রয় নিয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।
এমআই