সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীসভার পদত্যাগের এক দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীসহ কয়েক হাজার স্থানীয় এলাকাবাসী। রবিবার বেলা ১২টার দিকে সড়কে অবস্থান নেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত বিপুল পরিমান এ জনতা এখনও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
এর আগে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে মিছিল নিয়ে মহাসড়কে আসেন সহস্রাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে মিছিল নিয়ে যোগ দেয় ক্যাম্পাস পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকার কয়েকশ মানুষ। পরে মিছিলটি ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারো ফটকের দিকে এলে বিপরীত দিক থেকে হরিনারায়নপুর এলাকা থেকে আসা সহস্রাধিক মানুষের আরেকটি মিছিল ফটকে শিক্ষার্থীদের সঙ্গে যোগ হয়। এছাড়া শেখপাড়া, মধুপুরসহ বিভিন্ন এলাকার নানা শ্রেণি পেশার মানুষকে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে।
বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ফটকের উপর মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি সংবলিত বিলবোর্ড, ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য লাগানো মাইক ও পাশে থাকা চেয়ার ভাঙচুর করেন। এদিকে শিক্ষার্থীদের মিছিল চলাকালে ফটকের সামনে আগে থেকেই অবস্থান নেয়া পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এসময় শিক্ষার্থীদের কেউ কেউ পুলিশের দিকে হামলা করতে এগিয়ে গেলেও অন্যরা তা প্রতিহত করেন। পরে স্থানীয়রা যোগ দিলে পুলিশ নিরাপদ দূরত্বে চলে যায়।
এমআই