জেলা প্রতিনিধি:
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রংপুরের সিটি করপোরেশনের অফিসের সামনে সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলর হারাধন নিহত হন। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আরও দুই জন। আহত হয়েছেন আরও অনেকে।
রোববার (৪ আগস্ট) সকালে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। নিহত হারাধান রংপুর সিটির ৪নং ওয়ার্ড কাউন্সিলর।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান জানিয়েছেন, দুজনের লাশ তারা পেয়েছেন, তবে করো নাম পরিচয় জানা যায়নি।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রংপুরে পাবলিক লাইব্রেরির মাঠে জমায়েত হয় আন্দোলনকারীরা। জাহাজ কোম্পানি মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সিঁথি বাজার পৌঁছালে আন্দোলনকারীরা ধাওয়া করে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের সিটি বাজার এলাকার কাছাকাছি সংঘর্ষে ওই দুজন নিহত হন।
এ খবর লেখা পর্যন্ত মহানগরীতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
এমআই