মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা জলাবদ্ধতা নিরসনে ১৮ কোটি ৯৮ লক্ষ ৪৬ হাজার ৩৬৫.৩৬ টাকা ব্যয়ে ১০.৩ কিলোমিটার মেগা ড্রেন নতুনভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র জিএম মীর হোসেন।
এ উপলক্ষে রোববার দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীপুর কাজী সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ড্রেন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী আবদুল আলিম, প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ খাঁ শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, পৌরসভা কৃষকলীগের সেক্রেটারী আবদুল জলিল, কাউন্সিলর
কাজী বাবুল, শরীফ হাসান মামুন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতনসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী, ঠিকাদারী প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেডের পক্ষে কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সময় জার্নাল/এমআই