জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং রাবি প্রশাসনের অনেক সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ( ৮ আগস্ট) বেলা তিনটার দিকে রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন। রাবি উপাচার্য কার্যালয়ের সচিব মীর শাহজাহান আলী জাকির বিষয়টি নিশ্চিত করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা পদত্যাগ করেছেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সকল এসিস্ট্যান্ট প্রক্টর, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়ে আলটিমেটাম দেওয়ার পর তারা পদ থেকে সরে দাঁড়ান।
এমআই