সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
দেশব্যাপী চলমান সংস্কার কাজের অংশ হিসেবে 'ক্লিন ক্যাম্পাস' কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
প্রধান ফটকে শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ শেষে পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। এসময় শিক্ষার্থীরা প্রধান ফটক, ডায়না চত্বর, একাডেমিক ভবন এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে বস্তায় ভরে নির্ধারিত স্থানে ফেলে দেন৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি'র সমন্বয়ক এস এম সুইট বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পর এখন দেশ সংস্কারের কাজ চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দেশ সংস্কারে অংশ নিয়েছে। সংস্কারের অংশ হিসেবে আমরা এই কর্মসূচি পালন করেছি।
এমআই