রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল ১১টার দিকে রাজীবপুর উপজেলা শহরের সুপার মার্কেটের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রধান শিক্ষককে পদত্যাগের আহবান জানান শিক্ষার্থীরা।
মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, শিক্ষার্থী রঞ্জু মিয়া, শহিদুল ইসলাম ও আকিব মাহমুদ প্রমুখ। এসময় অভিযোগ করে বলা হয় আজিম উদ্দিন এই স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ পাওয়র পর স্কুলের শিক্ষার মান নিম্নমুখী হয়েছে। দলীয় করন করে অনেক অযোগ্য শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছে। স্কুলটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতেন প্রধান শিক্ষক আজিম উদ্দিন।
আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজিম উদ্দিন রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন, আমি বিষয়টি জেনেছি,সংশ্লিষ্টদের সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নেব।
রাজীবপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ চেয়েছে বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে উধ্বর্তন কতৃর্পক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এমআই