রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে রাজীবপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আজ অবস্থান কর্মসূচি পালন করেছে।
ছাত্র ও সাধারণ জনগণের গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আজ বুধবার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা শহর।
কর্মসূচিতে বিএনপি, যুবদল,ছাত্র দল, কৃষক দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।অবস্থান কর্মসূচি শেষ নেতাকর্মীরা নেতাকর্মীরা পথ সভা করেন।
রাজীবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মোজাম্মেল হক বলেন, আজ ১৪ ও আগামীকাল ১৫ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়া অনুষ্ঠান হবে বলেও জানিয়েছেন তিনি।
সময় জার্নাল/এলআর