জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী খোশালপুর এলাকায় ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ঘটনাস্থল থেকে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। তবে এতে আহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, ভারতীয় কিছু চোরাকারবারী অবৈধ মালামাল বাংলাদেশের পাচার করবে বলে তথ্য পাওয়া যায়।
সে তথ্যের ভিত্তিতে সীমান্তের খোশালপুর মাঠ সংলগ্ন ৬০/৯৮ আর পিলারের বিপরীতে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। ভোরে ভারতীয় চোরাকারবারীরা মাথায় বস্তাভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অগ্রসর হলে বিজিবি তাদের ধাওয়া করে।
এসময় চোরাকারবারীরা ধারালো অস্ত্র নিয়ে অগ্রসর হলে বিজিবি তাদের লক্ষ্য করে সতর্কতামূলক ছয় রাউন্ড ফাঁকা গুলি করে। এরপরও তারা অগ্রসর হতে থাকলে চোরাকারবারীদের সন্নিকট লক্ষ্য করে আরও চার রাউন্ড গুলি ছোড়া হয়।
এতে তারা ভারতের অভ্যন্তরে কলাবাগানের মধ্যে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
সময় জার্নাল/এলআর