মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তন, পরিচালনা কমিটি বিলুপ্ত ও সকল আয়-ব্যয়ের হিসাব উথ্যাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে কলেজ অধ্যক্ষ শাহ মোঃ আরিফুল ইসলাম লতিফীর সাথে সাক্ষাত করে এলাকাবাসী এ দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে মুন্সিরহাট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে ‘মুন্সিরহাট ডিগ্রি কলেজ’ প্রতিষ্ঠিত হয়। এলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী ও গত বাছাই কমিটিতে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত ওয়াহিদুর রহমান পনের বছর ক্ষমতার দাপট দেখিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ‘মুন্সিরহাট ডিগ্রি কলেজ’ কে মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ হিসেবে কাগজপত্র তৈরি করে।
এছাড়া কলেজের প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম উল্লেখ করে। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে নিজ ইচ্ছেমতো সব কিছু করেছেন। অভিযোগ উঠেছে, ওয়াহিদুর রহমান বিভিন্নভাবে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। গত ৫ আগস্ট সরকারের পটপরির্তনের পর ওয়াহিদুর রহমানকে এলাকায় দেখা যাচ্ছে না। বন্ধ রয়েছে তার মুঠোফোনও।
এদিকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্থানীয় এলাকাবাসী কলেজের নাম পরিবর্তন করে ‘মুন্সিরহাট ডিগ্রি কলেজ’, পরিচালনা কমিটি বিলুপ্ত ও সকল আয়-ব্যয়ের হিসাব উথ্যাপনের দাবি জানিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মাসুম, স্বপন মজুমদার, রতন মজুমদার, জালাল আহমেদ, তাজুল ইসলাম মেম্বার, ফিরোজ মিয়া, কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব ও ছাত্রসমাজ।
এদিকে নিয়মতান্ত্রিকভাবে এলাকাবাসীর দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন কলেজ অধ্যক্ষ শাহ মোঃ আরিফুল ইসলাম লতিফী।
সময় জার্নাল/এলআর