বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫

আওয়ামী বর্বরতার চিত্র তুলে ধরে ইবিতে শিক্ষার্থীদের কর্মসূচি

বুধবার, আগস্ট ২১, ২০২৪
আওয়ামী বর্বরতার চিত্র তুলে ধরে ইবিতে শিক্ষার্থীদের কর্মসূচি

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি: 

আওয়ামী সরকারের বর্বরোচিত নৃশংসতার চিত্র জনগনের সামনে তুলে ধরতে ‘Ritracing Awami Barbarism’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। 

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক ঘুরে পুনরায় বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সমাবেশে আওয়ামী সরকার কর্তৃক সংঘটিত বিভিন্ন নৃশংস ঘটনা, গণহত্যা, গুম ও নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে পিলখানা হত্যাকান্ড, শাপলাচত্বরের হত্যাকান্ড, গুম, খুন, আয়নাঘরে বর্বর নির্যাতনের মতো অসংখ্য মানবতাবিরোধী কাজ করেছে। তাদের এই দুঃশাসনের সর্বশেষ সংযোজন জুলাই হত্যাকান্ড। এই দুঃশাসনের অবসান ঘটলেও তাদের দোসরারা এখনো ঘাপটি মেরে বসে আছে। অন্ধ কুটিরে বসে যারা এখনও স্বৈরাচারদের এজেন্ডা বস্তবায়ন করতে চান তারা সাবধান হয়ে যান। ছাত্রজনতা আপনাদের শক্ত হাতে দমন করতে প্রস্তুত রয়েছে। 

তারা আরও বলেন, যদি আমরা বিপ্লবকে ভুলে যাই তাহলে অন্যায় আমাদের উপর মাথাচাড়া দিয়ে উঠবে। তাই আমাদেরকে সবসময় বিপ্লবী ভূমিকা পালন করতে হবে। যাদের হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে,  তাদের সাথে আমাদের কোন আপোষ নয়। বাংলাদেশের জনগণ এখনও বিচার পায়নি। স্বৈরাচারের দোসরদের জনসম্মুখে বিচার করতে হবে। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হাজার বার ফাঁসি দেওয়া হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের যত দিন না বিচার করা হবে, শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, যে আন্দোলন বায়ান্নতে শুরু হয়েছিল সে আন্দোলন ২৪ এ এসেও শেষ হয়নি। বৈষম্যহীন সমাজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আমরা বয়কট করবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীরা যদি কোনরকম হয়রানির শিকার হয়, তাহলে আমরা ওই শিক্ষকদের বিরুদ্ধেও আন্দোলনে চালিয়ে যাব। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল