নিজস্ব প্রতিবেদক।। সময় জার্নাল : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ইউনিটে ফের ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। এদের মধ্যে আটজন ভাইরাসটিতে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তিনজন করোনা উপসর্গ নিয়ে এবং একজন করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা রোগী ছিলেন।
মঙ্গলবার (১৫ জুন) সকালে সিটি নিউজ ঢাকাকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক ডা. সাইফুল ইসলাম।
তিনি জানান, সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ জন মারা গেছে। হাসপাতালের আইসিইউতে চারজন মারা গেছেন। তিনজন করে মারা গেছেন ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের আটজন, রাজশাহীর তিনজন ও নওগাঁর দুজন।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রামেকের করোনা ইউনিটে শয্যা রয়েছে ২৭৩টি। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩২৫ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৮ জন।
এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩৬ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৩১ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। এই এক দিনে হাসাপাতাল ছেড়েছেন ৪৩ জন।
চলতি মাসের ১ তারিখ হতে ১৪ তারিখ পর্যন্ত রামেকের করোনা ইউনিটে ১২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার ও মঙ্গলবার ১২ জন করে মারা গেছেন।
সময় জার্নাল/আরইউ