রাকিবুল ইসলামঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নানা সমস্যা, অনিয়ম বিরুদ্ধে ২২ দফা দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের প্রধান ফটকের সামনে বিভিন্ন পোস্টার ও ফেস্টুন নিয়ে এই মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম, অন্যায় এবং বৈষ্যমের বিষয় গুলো তুলে ধরেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের খারাপ আচরণ সহ নারী শিক্ষার্থীদের হয়রানি, বাস ড্রাইভারদের খারাপ আচরণ ছাড়াও কয়েকজন শিক্ষকের অবিলম্বে পদত্যাগ করার বিষয়গুলো তুলে ধরে তীব্র প্রতিবাদ জানান।
এসময় তারা আরও বলেন, যৌক্তিক ২২ দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত সকল ধরনের শিক্ষাকার্যক্রম থেকে দূরে থাকা এবং সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন সহ টিউশন ফি না দেওয়ার কথাও বলেন তারা।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারীর সাথে শিক্ষার্থীদের মিটিং হওয়ার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানা যায়।
এমআই