অর্থনীতি ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এ কারণে একটি হিসাব থেকে চার লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না।
নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। শনিবার পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখমাত্র মেজবাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
নগদ উত্তোলনের এই সীমা বেধে দেয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, পুলিশ এখনো পুরোদমে পেট্রোলিং শুরু না করায় টাকা পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তার আশঙ্কা এখনো আছে।
এ ছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাত অস্থিতিশীল করতে পারেন- এমন আশঙ্কার কথাও জানান তিনি।
এমন বাস্তবতায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। তবে প্রতি সপ্তাহেই সেই সীমা বাড়ানো হচ্ছে বলে তিনি জানান।
গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনে সীমা ছিল তিন লাখ টাকা পর্যন্ত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। এর আগে ছিল সর্বোচ্চ এক লাখ টাকা। অর্থাৎ প্রতি সপ্তাহে টাকা তোলার সীমা বাড়ানো হয়েছে।
শেখ হাসিনার সরকার পতনের পর গত ৮ অগাস্ট থেকে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। এসময় পুলিশ প্রশাসন কাজে না ফেরায় নগদ টাকা পরিবহনে নিরাপত্তার শঙ্কা দেখা দেয়।
সময় জার্নাল/এলআর