স্পোর্টস ডেস্ক: ম্যাচ ড্র হওয়া যেন আর্জেন্টিনার নিত্যসঙ্গী হয়ে গেছে। খেলায় প্রথমে গোল করে এগিয়ে যাচ্ছে দল, এরপরই রক্ষণ একটা ভজকট পাকাচ্ছে; প্রতিপক্ষ গোল শোধ করছেন, পয়েন্ট খোয়াচ্ছে দল। এই ধারা অব্যহত রইল চিলির বিপক্ষে কোপা আমেরিকা উদ্বোধনী ম্যাচেও। এ ম্যাচেও শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আকাশি-নীলরা। এই ড্র হওয়ার পেছনে আর্জেন্টিনা অধিনায়ক মেসি নিজেদের দোষই বেশি দেখছেন।
বলের নিয়ন্ত্রণ রাখতে না পারা, ধীরগতির খেলাসহ ইত্যাদি কারণে নিজেদের কাঠগড়ায় দাঁড় করালেন লিও। মেসি বলেন, ‘ম্যাচটা বেশ কঠিনই ছিল। আমরা ভালোভাবে খেলতে পারিনি, দ্রুতগতি নিয়ে খেলতে পারিনি, বলের নিয়ন্ত্রণও রাখতে পারিনি... ম্যাচটা বেশ কঠিনই ছিল। সেই পেনাল্টিটাই ম্যাচের ভাগ্যটা বদলে দিয়েছিল।’
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অবশ্য বললেন, ম্যাচে দল যে সুযোগগুলো সৃষ্টি করেছে, সেগুলোকে দেখলেন সুরঙ্গ শেষের আলো হিসেবে। বললেন, ‘আমাদের অনেক উন্নতি প্রয়োজন। তবে আমরা অনেক বেশি সুযোগ সৃষ্টি করেছিলাম’ যা বেশ ভালো একটা বিষয়। একটা বিষয় ঠিক হতে থাকলে ধীরে ধীরে বাকি সবগুলোও ঠিকঠাক হতে থাকবে। আমরা ঐক্যবদ্ধ আছি, নিজেদের ক্ষমতার ওপর ভরসা রাখছি।’
এই ড্রয়ের পেছনে কোচ লিওনেল স্ক্যালোনির কৌশলও কিছুটা দায়ী। নাহয় সে ম্যাচের প্রথম ৩৩ মিনিটে কি দারুণ আক্রমণের পসরাই না সাজিয়ে বসেছিল আর্জেন্টিনা। মেসির জাদুকরি সে ফ্রি কিকের পরেই যেন ঢুকে গেল খোলসে, খেলার তীব্রতায়ও এল পরিবর্তন। তারপর তো গোল হজম আর ড্র!
তবে অধিনায়ক মেসির চোখ এখন পরের ম্যাচে। বললেন, ‘ম্যাচটা জিতে আমরা টুর্নামেন্ট শুরু করতে চাচ্ছিলাম। সেটা হয়নি। আমাদের সামনে এখন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ। সেটাও যথেষ্ট কঠিন এক ম্যাচ। আমাদের অবশ্যই এখন পরের ম্যাচ নিয়েই ভাবতে হবে।’
নিজেদের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে আগামী ১৯ জুন। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
সময় জার্নাল/এমআই