মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগষ্ট) আসরবাদ নলছিটি পাবলিক লাইব্রেরিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন, তারুণ্যের নলছিটির আহবায়ক ও প্রতিষ্ঠাতা মো. খালেদ সাইফুল, বিডি ক্লিন এর নলছিটি উপজেলার সমন্বয়ক মো. মারজান খান, উপস্থাপনায় ছিলেন মো. মেহেরাব হোসেন রিফাত প্রমুখ।
এসময় নলছিটি তারুণ্যের নলছিটির প্রতিষ্ঠাতা খালিদ সাইফুল্লাহ, কবি নজরুল ইসলাম এর জীবনী নিয়ে আলোকপাত করে বলেন, নজরুল ইসলাম কে আমরা ধারণ করি। তার বিদ্রোহী কবিতা আজও আমাদের বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত করে। তিনি ছিলেন সাম্যের কবি তিনি ছিলেন ধর্মনিরপেক্ষতার জলন্ত উদাহরণ।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তারুণ্যের নলছিটি কুলকাঠির ইউনিয়নের সমন্বয়ক মো. মিরাজ হোসেন।
সময় জার্নাল/এলআর