বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বন্যায় ৫২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৮০ হাজার

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪
বন্যায় ৫২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৮০ হাজার

নিজস্ব প্রতিনিধি:

দেশে চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান।

 অন্যদিকে বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৮০ হাজার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার । পানিবন্দি পরিবার ১০ লাখ ৭২ হাজার।

বন্যা সম্পর্কিত মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বন্যায় নয় জেলায় মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

নিহতদের মধ্যে ফেনীতে ১৭, কুমিল্লায় ১৪ জন, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬ জন, কক্সবাজারের ৩, খাগড়াছড়িতে একজন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন ও মৌলভীবাজারে একজন রয়েছেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল