আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফলপ্রসু ও আন্তরিক সাক্ষাৎ হয়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। বৈঠক শেষে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যেকার সম্পর্কে এমন কোনো সমস্যাই নেই যা সমাধান করা যাবে না। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এরদোগানের সঙ্গে এটি বাইডেনের প্রথম সাক্ষাৎকার। এতে বাইডেনের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এরদোগান। এরমধ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। একইসঙ্গে মার্কিন নেতাদের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের ইতিহাসও তুলে ধরেন এরদোগান। আলোচনা নিয়ে বাইডেন যদিও খুব বেশি কিছু বলেননি। সংক্ষিপ্তভাবে এই বৈঠককে 'বেশ ভাল' বলে মন্তব্য করেন বাইডেন।
সময় জার্নাল/এসএ