মো. জুবায়ের ইসলাম:
হামালার প্রতিবাদে টিএসসি থেকে প্রথম শুরু হয় কাওয়ালী অনুষ্ঠান। সেই থেকে ধারা বাহিকতায় সরকারি তিতুমীর কলেজেও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় কাওয়ালী অনুষ্ঠান। আজ ২য় বারের মতো তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা। আয়োজনে মঞ্চ মাতিয়েছে "কলরব" ও "সিলসিলা" ব্যান্ড।
বুধবার (১১ সেপ্টেম্বর) তিতুমীর কলেজে বেলা সাড়ে তিনটায় শুরু হয় কাওয়ালী অনুষ্ঠান। আয়োজনে ছিল তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের পারফরম্যান্সও।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল ও উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন।
রনি নামের এক শিক্ষার্থী বলেন, ৯ সেপ্টেম্বর আয়োজিত কাওয়ালী অনুষ্ঠানে ব্যস্ততায় আসা হয়নি। তাই আজ এসেছি, খুব ভালো লাগছে। নিজ ক্যাম্পাসে দুইদিন কাওয়ালী আয়োজন।
আজকের কাওয়ালী অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলওয়াত দিয়ে। এরপর একে একে বিদ্রোহী গান,হামদ,নাত, নাশিদ, কবিতা , ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হয়।
মাঝে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দল রেহনুমা, কুন ফয়া কুনসহ কয়েকটি কাওয়ালী গানপরিবেশনা করে। আর শামীম আহসান এর সুরে আবৃত্তি হয় ক্যাফে মধূজা কবিতা।
মাগরিবের পর দল "কলরব" মুক্তমঞ্চে তাদের কাওয়ালী পরিবেশনা করেন। সাধারণ শিক্ষার্থীদের ঢল দেখে "কলরব" টিমের একজন বলেন তারা যতগুলো কাওয়ালী অনুষ্ঠান করেছে, তার থেকে বেশি উৎসব মুখর পরিবেশ দেখেছে তিতুমীর কলেজে। সেই সাথে শিক্ষার্থীদের আগ্রহ ও উপস্থিতি দেখে তারা মুগ্ধ হয়েছে। এরপর এশার পর দল "সিলসিলা" উপস্থিত হয় মুক্তমঞ্চে।
কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যায় কলরব'র মনোমুগ্ধকর পরিবেশনা দেখে উপস্থিত জনতা অনেক উচ্ছ্বাস প্রকাশ করেন।
শিক্ষার্থীরা বলেন, আমাদের চোখে দেখা ইসলামিক অনুষ্ঠান এই প্রথম। যেখানে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না। আমরাও সুন্দর মতো অনুষ্ঠানটি উপভোগ করেছি।
এমআই