সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

মধু ব্যবসায় জোয়ারদার, বিনিয়োগ ২০ লাখ টাকা

শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
মধু ব্যবসায় জোয়ারদার, বিনিয়োগ ২০ লাখ টাকা

জেলা প্রতিনিধি:

মুফতি হাবিবুল্লাহ জোয়ারদার মেধাবী তরুণ আলেম। পড়াশোনা শেষে শখের শিক্ষকতার পেশায় যুক্ত হন। কিন্তু বেতন ছিল অস্বাভাবিক কম। যা দিয়ে পরিবারের খরচ চালানো ছিল অনেক কষ্টের। এরপরই তিনি সিদ্ধান্ত নেন উদ্যোক্তা হওয়ার। আট বছর আগে মাত্র পাঁচ হাজার টাকায় শুরু করা ব্যবসায় এখন উন্নতি হয়েছে।

বর্তমানে এই আলেম উদ্যোক্তার ব্যবসায় বিনিয়োগ রয়েছে ২০ লাখ টাকা। প্রতি মাসে তিনি পাঁচ লাখ টাকার পণ্য বিক্রি করতে পারেন। তিনি নিজেই স্বাবলম্বী হননি, তার অধীনে নিয়মিত কাজ করছে ১৫ জন কর্মী।

এ ছাড়াও ব্যবসায় লাভের টাকা থেকে তিনি গেল রমজানে উমরাহ করে এসেছে। মজার বিষয় হলো– এই ব্যবসা করতে গিয়ে কিন্তু তিনি নিজের অত্যন্ত পছন্দের পেশা শিক্ষকতা ছাড়েননি। শিক্ষকতার পাশাপাশিই ব্যবসা করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কীভাবে ব্যবসা করছেন? চলুন আজকে সেই গল্পই জানা যাক।

তরুণ উদ্যোক্তা মুফতি হাবিবুল্লাহ জোয়ারদারের বাড়ি খুলনার ডুমুরিয়া গ্রামে। তিনি মাওলানা বজলুর রহমান জোয়ারদারের ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ব্যবসা করেন। নিজেদের পণ্যের বাহারি বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করেন। মাওলানা হাবিবুল্লাহ অনলাইনে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের চমৎকৃত বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করে প্রতারিতও হন অনেকবার। বিজ্ঞাপনে পণ্য যেমন দেখেছিলেন, বাস্তবে পণ্যটি তার ধারেকাছেও নেই। সিদ্ধান্ত নেন, তিনিও অনলাইনে ব্যবসা করবেন। কিন্তু, অন্যকে ঠকানোর জন্য নয়, মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য।

কিন্তু, কী নিয়ে ব্যবসা করবেন। ছোট বয়স থেকে তিনি মাদরাসায় থেকেছেন। পড়াশোনা শেষ করেও মাদরাসায়ই শিক্ষকতা করছেন। ব্যবসার কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই। অনেক ভেবেচিন্তে তিনি মধুর ব্যবসা ধরলেন। কারণ, তার কর্মস্থল খুলনা সুন্দরবনের কাছেই। এখন থেকে মধু সংগ্রহ করা যেমন সহজ, তেমন এই পণ্য সংগ্রহ করতেও অসুবিধা হবে না।

মাত্র পাঁচ হাজার টাকায় সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে ফেসবুকে 'তাকওয়া শপ বিডি' নামে পেইজ খুলে মধু বিক্রির বিজ্ঞাপন দেন। মাওলানা হাবিবুল্লাহ কল্পনাও করেননি এত তাড়াতাড়ি সাড়া পাবেন। চট্টগ্রাম থেকে একজন ক্রেতা পাঁচ হাজার টাকার মধু অর্ডার করেন।

মাওলানা হাবিবুল্লাহ অনেকটা উৎকণ্ঠার মধ্যেই পণ্য চট্টগ্রাম পাঠিয়ে দেন। ক্রেতা মধু পেয়ে খুব খুশি হন। মাওলানা হাবিবুল্লাহকে উৎসাহ দেন। তখন তিনি সিদ্ধান্ত নেন, মাদরাসা পড়ানোর পাশাপাশি এই ব্যবসা তিনি চালিয়ে যাবেন।

মাওলানা হাবিবুল্লাহ আরো বলেন, আমি শুরু থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, পণ্যে কখনো ভেজাল মেশাবো না। মধু এমন একটি পণ্য, যা নিয়ে অনেকেই ভেজাল করে। ক্রেতা যখন আমার কাছ থেকে মধু সংগ্রহ করে, তখন খুব খুশি হয়। কারণ, সে ভালো ও খাঁটি মধু পায়। পরবর্তীতে দেখা যায় সে আমার কাছে থেকে আরো মধু নেয় এবং আরো ক্রেতারও ব্যবস্থা করে দেয়। আমার ব্যবসায় উন্নতির এটিও একটি সিক্রেট দিক।

আলেম উদ্যোক্তা মাওলানা হাবিবুল্লাহ বলেন, কষ্ট একটু বেশি হয়। তবে, মাদরাসার পড়াশোনার ক্ষতি হতে দেই না।

তিনি বলেন, আলেমরা যদি ব্যবসায় একটু সময় দিতে পারেন। তাহলে মানুষ ভালো জিনিস পাবে। আলেমরাও স্বাবলম্বী হতে পারবেন। তবে, লক্ষ রাখতে হবে তার অদূরদর্শিতা ও অনভিজ্ঞতার কারণে কোনো ক্রেতা যেন না ঠকেন।

অধিকাংশ তরুণ আলেম পড়াশোনা শেষে মাদরাসায় শিক্ষকতা বা মসজিদে ইমামতির কাজে খুব সামান্য বেতনে যুক্ত হয়ে যান। অথচ বর্তমান সময় অনুযায়ী এই দুই সেক্টরে যে বেতন দেয়া হয় তা দিয়ে ঘর-সংসার চালানো শুধু কঠিনই নয় অসম্ভবও। তাই মসজিদ মাদরাসায় খেদমতের পাশাপাশি আপনারাও ব্যবসায় যুক্ত হতে পারেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল