মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ ৫৯ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪) এই মামলাটি দায়ের করেন দিনাজপুর সদর উপজেলার রাজবাটি এলাকার এবিএম সিদ্দিকির ছেলে মো. ফাহিম ফয়সাল।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন।
মামলার এজাহারে বাদী মো. ফাহিম ফয়সাল উল্লেখ করেন, গত ৪ আগস্ট আনুমানিক দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের জেনারেল হাসপাতাল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ। এ সময় আওয়ামী সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীর দুষ্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ আন্দোলনকারীদের উপর চড়াও হয়ে হামলা চালায়। এ সময় বাদী ফাহিম ফয়সালসহ ৩০-৪০ জন সাধারণ জনগণকে গুরুতর রক্তাক্ত জখম হয়। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আমার (ফাহিম ফায়সাল) শরীর থেকে একাধিক গুলি বের করা হয়।
মামলার এজাহারে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের সাবেক ইকবালুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদ সরকার, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ শাহ আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবলীগের নেতা নওশাদ ইকবাল কলিংস, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর যুবলীগের সভাপতি রমজান, নয়নপুর এলাকার রেজাউল করিম রেজা, ১ নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জর্জিস সোহেল, ৫ নং ইউপি চেয়ারম্যান রানাসহ ৫৯ জন। এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি রয়েছে।
এমআই