মো. জুবায়ের ইসলাম, তিতুমীর কলেজে: হিজরী বর্ষের তৃতীয় মাস রবিউল আওয়াল মাসের ১২ তারিখে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় সরকারি তিতুমীর কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উৎযাপন উপলক্ষে আজ রবিবার একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) তিতুমীর কলেজের কলা ভবনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১.৪৫ মিনিট হইতে ২.১০ মিনিট পর্যন্ত কুইজ চলমান থাকে। কুইজের বিষয়বস্তু ছিল "মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম"। বৃষ্টিস্নাত দিন হলেও এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কুইজে অংশ নেয়া এক শিক্ষার্থী কুইজের প্রয়োজনীয়তা নিয়ে জানান। তিনি বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর প্রাথমিক ধারণার পাশাপাশি মুহাম্মদ ( সা.) এর জীবনী সম্পর্কেও অবগত হবো আমরা। তিনি বলেন, বর্তমানে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি আমাদের বিভিন্ন কাজে। তাই ইসলামের ইতিহাস সম্পর্কে চর্চা খুব একটা হয়ে থাকে না। এই কুইজের জন্য আমি বিভিন্ন বই পড়েছি গতকাল। এতে হজরত মুহাম্মদ (সা.) এর জীবনী সম্পর্কে আবারো স্মরণ হয়ে গেছে অনেক তথ্য।
এমআই