নিজস্ব প্রতিবেদক:
অবৈধ অস্ত্রগুলো এখনও কেনো উদ্ধার করা সম্ভব হয়নি- অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বগুড়ার সদরের আকাশতারা এলাকায় 'আমরা বিএনপি পরিবারের' পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ প্রশ্ন করেন।
এসময় রিজভী বলেন, "এই অস্ত্রগুলো যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কাছে আছে। তারা ঘাপটি মেরে আছে, জনগণের ওপর এগুলো প্রয়োগ করবে, তার উদাহরণ গোপালগঞ্জ। অস্ত্র উদ্ধার করতে না পারলে এ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না।"
সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে অতিদ্রুত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারের আহ্বান জানান রুহুল কবীর রিজভী। নাশকতা ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকারকে এসব অস্ত্র উদ্ধার করার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ ও 'আমরা বিএনপি পরিবার'র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জমান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জাসাস নেতা জাহেদুল আলম হিটু, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ।
এমআই