স্পোর্টস ডেস্ক:
চেন্নাইয়ে আজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিতেছেন টসে। নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত।
প্রতিপক্ষ ভারত, খেলা আবার তাদেরই মাঠে। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সামনে এমন রোমাঞ্চকর মুহূর্ত আসে খুব কম। আগামী কয়েকদিন সেই জমজমাট ক্রিকেট লড়াইয়ে বুঁদ হয়ে থাকবেন টাইগার সমর্থকরা।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ ও রোহিত শর্মার ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।
ভারতের মাটি যে কোনো দলের জন্যই কঠিন পরীক্ষার জায়গা। বাংলাদেশ দলের কোচ ও অধিনায়কও তা অকপটে স্বীকার করছেন। ভারতে বাংলাদেশ এখন পর্যন্ত ৩টি টেস্ট খেলে তিনটিতেই বড় ব্যবধানে হেরেছে। সবমিলিয়ে এই প্রতিপক্ষের বিপক্ষে ১৩ টেস্টে ১১ হার বাংলাদেশের, ড্র দুটি ম্যাচ।
গত দশ বছরে ঘরের মাঠে মাত্র চারটি টেস্ট হেরেছে ভারত। হারেনি একটি সিরিজও। সবমিলিয়ে কাগজে-কলমে ভারতই ফেবারিট। অন্য কোনো সময় হলে অনায়াসে বলে দেয়া যেতো, সহজেই জিতবে স্বাগতিকরা।
তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। সদ্যই পাকিস্তানের মাটি থেকে ইতিহাস গড়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই বাংলাদেশকে আর আগের বাংলাদেশ ভাবার সুযোগ নেই।
আগে শুধু দেশেই জয় পেতো বাংলাদেশ। কিন্তু ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে টাইগাররা দেখিয়ে দিয়েছে, দিন আস্তে আস্তে বদলে যাচ্ছে। দেশের বাইরে ৬৭ টেস্টে বাংলাদেশের জয় মাত্র ৮টি।
তবে লক্ষনীয় ব্যাপার হলো, এই ৮ জয়ের চারটিই এসেছে ২০২১ সালের পর। অর্থাৎ গত তিন বছরে টেস্টে চোখে পড়ার মতো উন্নতি করেছে বাংলাদেশ। পাকিস্তানে গিয়ে তো সদ্যই গড়ে এসেছে ইতিহাস।
সবমিলিয়ে ভারতের বিপক্ষেই লড়াকু এক বাংলাদেশকে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। টাইগাররা নিজেদের সেরাটা দিতে পারলে আরও এক ইতিহাসের স্বপ্ন দেখা যেতেই পারে!
সময় জার্নাল/এলআর