মোঃ আশিক মিয়া, চবি প্রতিনিধি
সারাদেশে চলমান ভায়োলেন্স ও বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধে এবং ঢাবি ও জাবিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই প্রতিবাদ মশাল মিছিল করেন তারা।
এসময় তাদেরকে "জ্বালোরে জ্বালো আগুন জ্বালো", "মব জাস্টিস এর ঠিকানা, এই বাংলায় হবে না", "মব জাস্টিসের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে", "আমার সোনার বাংলায়, মব জাস্টিসের ঠাই নাই", "ক্যাম্পাসে ভাই মরে, প্রশাসন কি করে", "ছাত্র শিক্ষক জনতা, গড়ে তোলো একতা", "লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচঁতে চাই" ইত্যাদি বলে স্লোগান দিতে দেখা যায়।
আজকের এই প্রতিবাদ সমাবেশে জসদ জাকির বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের পর ঢাবি,জাবি ও রাবিতে বিচারবহির্ভূত হত্যাকান্ড আমরা মেনে নিতে পারি না, জুলাই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের জন্য আমরা আন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি, মব জাস্টিস সামন্ত যুগের কালচার যা এই আধুনিক সভ্যতা মেনে নিতে পারে না। সময়ক্ষেপণ না করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে মব জাস্টিস হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটিতে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটেছে, এর প্রভাব যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না আসে তাই এই ক্যাম্পাসের যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
নুরাল চাকমা বলেন, ঢাবি ও জাবির বিচারবহির্ভূত নৃশংস হত্যাকান্ড আমাদের শিহরিত করেছে। আওয়ামী ফ্যাসিজমের শাসনকালে পাহাড় থেকে সমতলে কল্পনা চাকমাসহ যত হত্যাকান্ড সংগঠিত হয়েছে একটারো সুষ্ট বিচার হয় নাই। কিন্তু ২৪ এর জুলাই অভ্যুত্থানের পর আমরা এই বাংলায় এরকম হত্যাকান্ড মেনে নিব না। আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে পাহাড় থেকে সমতলে সকল নিপীড়নের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে দাড়াতে হবে।
সময় জার্নাল/এলআর