এম. পলাশ শরীফ,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জমির বিরোধে বসতবাড়িতে হামলা ও দুই ভাইকে মারপিট করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। জখমী হালিম বেপারী(৬০) ও তার ছোট ভাই মোয়াজ্জেল বেপারীকে(৫৫) মোরেলগঞ্জ হাসপাতাল থেকে শুক্রবার বেলা ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হোগলাবুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে এ মারপিটের ঘটনা ঘটে।
এ ঘটনায় হালিম বেপারীর স্ত্রী দুলিছা বেগম বাদি হয়ে একই গ্রামের রুহুল আমীন শেখসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন এ বিষয়ে বলেন, জমির বিরোধে হামলা ও মারপিটের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সময় জার্নাল/তানহা আজমী